
২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি বিভাগের ৪৬ শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্পের আওতাধীন এ ফেলোশিপে শিক্ষার্থীরা জন প্রতি ৫৪ হাজার টাকা করে পাবেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া যায়।
দেখা যায়, দুই ক্যাটাগরিতে কুবির শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরির ৮ জন শিক্ষার্থীই ফার্মেসি বিভাগের। অপরদিকে ভৌতবিজ্ঞান ক্যাটাগরির ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের আছেন ৩ জন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এটা খুবই আনন্দের একটা ব্যাপার। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও আগ্রহী হবে এবং সামনের দিনে আরও ভালো করবে।’
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]