
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
সংগঠনটির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডোরে এর আয়োজন করা হয়।
সংগঠনটির শাখা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইউসুব আলীর সঞ্চালনায় এসময় বিভিন্ন ধর্মের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ‘অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের আহ্বান’ নামক পুস্তিকা উপহার প্রদানকরে সংগঠনটি। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। এসময় তারা শিবিরের বিভিন্ন ইতিবাচক দিক দিক তুলে ধরেন।
সংগঠনটির শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা ও একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরির জন্য সৎ, দক্ষ, যোগ্য নাগরিক তৈরি করার চেষ্টা করে ইসলামী ছাত্রশিবির। ইসলামী ছাত্রশিবির শুধুমাত্র একটি রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। যার কাজ সবসময় একটি আদর্শ লালন করা, যে আদর্শ মানুষের পাশে দাঁড়ানো ও অধিকার আদায়ের কথা বলে। শিবির সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এসময় তিনি বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
বিবার্তা/জায়িম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]