কুবির ইস্পাহানীয়ান পরিবারের নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩
কুবির ইস্পাহানীয়ান পরিবারের নবীনবরণ অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়' এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৭ তম এবং ১৮ তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানী স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীরা।


এসময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে সুমাইয়া আক্তার শিমু বলেন, 'এতো সুন্দর একটা আয়োজন করার জন্য ইস্পাহানীয়ান পরিবারকে ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় স্যারদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কারণে আজকে আমি এখানে আসতে পারছি। বিশ্ববিদ্যালয়ের এই নতুন পরিবেশে এসে আমরা ইস্পাহানীয়ান পরিবার একত্রিত হতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত।'


নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইস্পাহানীর সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্রুতে গা ভাসিয়ে দিলে হবে না। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে। যত বেশি সম্ভব নেটওয়ার্কিং বাড়াতে হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।'


একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক ইস্পাহানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, 'আমাদের ইস্পাহানী পরিবারের একটা স্ট্রং বন্ডিং আছে। আমরা যেখানে যাই সেখানে নিজেদেরকে ইস্পাহানীয়ান বলে পরিচয় দিই। আশা করি আমাদের এই বন্ধন অটুট থাকবে।'


ইস্পাহানীয়ান পরিবারের সভাপতি সারাফাত হোসেন বলেন, 'সকল অতিথিদেরকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য। আমরা সামনে আরো বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করবো আশা করি সকলে সেই প্রোগ্রামে থাকবেন।'


বিবার্তা/প্রসেনজিত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com