
রাজধানীর হাজারিবাগের গুদারাঘাট এলাকায় একটি লঞ্চে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত হাজারিবাগের গুদারাঘাট এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি লঞ্চে তল্লাশি চালিয়ে ১৭ লিটার অ্যালকোহল, ৪৮টি ইয়াবা, ২৯ প্যাকেট হেরোইন, ৭৭ প্যাকেট গাঁজা, দেশি ধারালো অস্ত্র, ইলেকট্রিক শক ডিভাইসসহ বিভিন্ন মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে সন্দেহজনক ২০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয় যাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী, রিকশাচালক ও দিনমজুর শ্রেণির।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বাস্থ্য পরীক্ষার শেষে আটককৃত ৯ জনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
এ অভিযান কিশোর গ্যাং ও মাদক নির্ভর অপরাধচক্র প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতির আরেকটি দৃষ্টান্ত।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]