শিরোনাম
রাজধানীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় গ্রেফতার ২
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩৬
রাজধানীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় গ্রেফতার ২
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর দারুস সালাম এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় মো. নুর আলম (৫০) এবং শাহাদৎ সরদার (৪০) নামের দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় নগদ ১০ হাজার ৮৫০ টাকাসহ ২টি মোবাইল জব্দ করা হয়।


সোমবার (২৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ এর এএসপি (মিডিয়া) মো. মাজহারুল ইসলাম।


এএসপি মো. মাজহারুল ইসলাম জানান, রবিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় নগদ অর্থ ও মোবাইলসহ ২ চাঁদাবাজকে গ্রেফতার করে।


তিনি আরো জানান, তারা পেশাদার চাঁদাবাজ বলে স্বীকার করেছে। অজ্ঞাতনামা আরো ২/৩ জন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত দারুস সালাম এলাকার বিভিন্ন দোকান থেকে ২৫০/৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলো। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা তাকে বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশ ও দোকান উঠিয়ে দেয়ার হুমকি প্রদান করতো।


বিবার্তা/জনি/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com