
‘থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়ার কেদাহ রাজ্যে হয়ে গেল ঈদ পুনর্মিলনী ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা। সভায় ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।
স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় কুয়ালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়ার কেদাহ’র কুলিম গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্টে ঈদ পুনর্মিলনী ও রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার প্রবাসী কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সবাই যার যার অবস্থান থেকে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে একদিকে যেমন আপনাদের পরিবার উপকৃত হয়, অন্যদিকে দেশ উপকৃত হবে। এর ফলে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাবে দেশ এবং প্রবাসীদের সন্তানরা একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে মাথা উঁচু করে বাস করবে।
হাইকমিশনার আরও বলেন, যারা অবৈধ পথে অর্থ পাঠায় তাদের মাধ্যমে প্রকারান্তরে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগাদাতারা উপকৃত হচ্ছে। প্রবাসীদের বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ করার জন্য সরকার বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেন তিনি। এসব সুবিধা গ্রহণ করে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে মালয়েশিয়া প্রবাসীদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান হাইকমিশনার।
বাংলাদেশের সিটি ব্যাংকের মালিকানাধীন মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার কর্তৃক চালুকৃত ‘সিটিরেমিট’ এ্যাপের মাধ্যমেও ঘরে বসে দিনরাত ২৪ ঘণ্টা বিনা খরচে টাকা পাঠানো যাবে বলে উল্লেখ করেন হাইকমিশনার।
এদিকে, নতুন শ্রমিক রিক্রুটমেন্টসহ লিগেলাইজেশন প্রক্রিয়া দ্রুত ও প্রবাসীদের সমস্যা সমাধানে দেশটির সরকারের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং দূতাবাসের সহযোগিতা কামনা করেন উপস্থিত শ্রমজীবী প্রবাসীরা।
প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে হাইকমিশনার বলেন, দূতাবাসের সব কর্মকর্তা আপনাদের সেবায় নিয়োজিত। তারা অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদের সেবা দিতে। মালয়েশিয়া সরকারের দেওয়া চলমান রিক্যালিব্রেশন ২.০ প্রোগ্রামের আওতায় বৈধতা নিতে যেসব প্রবাসী বাংলাদেশি নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তারা যেন কেউই এই সুযোগ থেকে বঞ্চিত না হন তা নিয়ে দূতাবাস কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত সেলিম।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইদুর রহমান ফরাজী, এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলী হায়দার মুর্তজা, অগ্রণী রেমিট্যান্স হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ এবং সিঙ্গাপুর ও মালয়েশিয়ার স্বনামধন্য কোম্পানি এক্সাইট এস.ডি.এন বি.এইচ. ডি এর ব্যাবস্থাপনা পরিচালক মিস্টার সাইমন কক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পেনাং রাজ্যের অনারারি কনসাল দাতু শেখ ইসমাইল আলাউদ্দিন, সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমানসহ কেদাহ রাজ্যের ব্যবসায়ী ও শ্রমজীবী প্রবাসীরা।
স্থানীয় ব্যবসায়ী সায়মন বাংলাদেশি কর্মীরা কঠোর পরিশ্রমী বলে উল্লেখ করেন এবং কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত সব রেমিট্যান্স যোদ্ধাদের ঈদ উপহার ও ‘র্যাফেল ড্র’ এর মাধ্যমে বিশ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাইকমিশনার।
বিবার্তা/মো. আরিফুজ্জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]