সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১২:৩৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবে মদিনা থেকে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। ১৩ মার্চ সোমবার সকালে মদিনা থেকে দেড়শ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, চট্টগ্রাম বাশখালী উপজেলার ৬নং কথারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউল বেপারীর বাড়ির মৃত হাশমত আলীর ছেলে মোস্তফা (৬৪), অন্যজনের বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের ঢেমের খীল রাস্তার মাথার মাওলানা বাড়ির মাওলানা আনোয়ার হোসেনের ২য় ছেলে মোহাম্মদ ফোরকান (৫৫)।


গুরুতর আহত হয়েছেন কক্সবাজার জেলার ঈদগাহর সারোয়ার আলম। তিনি বর্তমানে ওয়াদি আল ফারা সরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত মোস্তফার ভাগীনা মোহাম্মদ এনাম জানান, সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে মদিনা জিয়ারত শেষে ফেরার পথে মদিনা জেদ্দা হাইওয়ে, মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়াদি আল ফারা নামক এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়িটি উলটে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।


এনাম আরও জানান, নিহত ফোরকান ও মোস্তফা জেদ্দার সুখ সাথী মার্কেটের সফল ব্যবসায়ী, তারা পরিবার নিয়ে জেদ্দায় দীর্ঘ দিন বসবাস করে আসছেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেদ্দাস্থ প্রবাসী কমিউনিটিতে। ব


বিবার্তা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com