শিরোনাম
কুড়িগ্রামে শিশুবান্ধব সুশাসন সম্প্রসারণ কর্মসূচি
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১৬:৪১
কুড়িগ্রামে শিশুবান্ধব সুশাসন সম্প্রসারণ কর্মসূচি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে অংশীদারিত্বের ভিত্তিতে স্বপ্ন প্রকল্প এলাকায় ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ কর্মসূচির সম্প্রসারণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের স্বপ্নকুঁড়ি হলরুমে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এর উদ্বোধন করেন।


জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্স এনজিও’র চেয়ারপারসন তাসমিমা হোসেন, ইউএনডিপি’র জাতীয় প্রকল্প ব্যবস্থাপক ড. কাজল চ্যাটার্জি, সেভ দ্য চিলড্রেন সিআরজি প্রকল্পের ডেপুটি ডিরেক্টর আশিক ইশবাল, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।


ইউএনডিপি ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা প্রশাসন, স্বপ্ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও ব্রেকিং দ্য সাইলেন্স অনুষ্ঠানের আয়োজন করে।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com