শিরোনাম
কেন্দ্রের পরিবেশ এখনো শান্তিপূর্ণ : ফখরুল
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১৩
কেন্দ্রের পরিবেশ এখনো শান্তিপূর্ণ : ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকাল সাড়ে ৮টায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।


ভোটকেন্দ্র থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেন, কেন্দ্রের পরিবেশ এখনো শান্তিপূর্ণ। ভোটাররা যদি ভোট দিতে পারেন তাহলে ঐক্যফ্রন্টের বিজয় হবে।


তিনি আরো বলেন, ঠাকুরগাঁওসহ দেশের অনেক ভোট কেন্দ্রের অবস্থা ভালো নেই। আমরা চাই ভোটাররা ভোট প্রদান করুক, ভোট দিতে পারলেই তারা তাদের পছন্দের প্রার্থী বিজয়ী করতে পারবেন ও গণতন্ত্রের বিজয় হবে।


পরে তিনি নিজ নির্বাচনী আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


যেখানে সারা দেশে এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি ও ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৭৬৭টি।


বিবার্তা/আবদুল্লাহ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com