শিরোনাম
দিনাজপুরে বৈকালী নাট্য গোষ্ঠীর নাটক পরিবেশন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭
দিনাজপুরে বৈকালী নাট্য গোষ্ঠীর নাটক পরিবেশন
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় নাট্যকার, নির্দেশক ও অভিনয় শিল্পী শাহজাহান শাহের স্মরণে দিনাজপুরে চলছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। রবিবার রাতে নাট্য সমিতি মঞ্চে স্থানীয় বৈকালী নাট্য গোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক 'তারপর'।


শাহজাহান শাহের রচনায় ও কাশী কুমার দাশ ঝন্টুর পরিচালনায় বৈকালী নাট্য গোষ্ঠীর ১৫১তম প্রযোজনা ছিল এটি। এতে অভিনয় করেন- শাহ্ আলম শাহী, কাশী কুমার দাশ ঝন্টু, সৈয়দ আলী, শিরিন আকতার, গয়েস্বর, আজাহার আলী ও কামারুজ্জামান।


মুক্তিযোদ্ধাদের বর্তমান হালচাল নিয়ে নাটকটির আবহ সঙ্গীত পরিচালনায় ছিলেন নজরুল ইসলাম। নাটকের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সফি উদ্দিন, ইদ্রিস আলী, শিখা ঘোষ ও আব্দুস সালাম।


বিবার্তা/শাহী/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com