শিরোনাম
গাইবান্ধার সাদুল্যাপুরে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ০১:৩৭
গাইবান্ধার সাদুল্যাপুরে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমর পুর ইউনিয়নে নির্দোষ দুই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলা প্রত্যাহার ও ওই দুই ব্যক্তির কারামুক্তির দাবিতে বুধবার সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।


মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ এপ্রিল বুজরুক মুজাহিদ পুর রেজাউল করিম রাজা প্রামাণির বাড়িতে রাত সাড়ে ১২টায় ডাকাতি হয়। তখন নিরাপরাধ আসামি অটো চালক হাবিব (২২) ও আল আমিন (৩৫) খোর্দ্দ মুজাহিদ পুরে যাত্রী শান্তকে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ডাকাতি রাজা প্রামাণিকের বাড়িড় কাছে কয়েক জন চালক হাবিব ও আল আমিনকে ডাকাত ভেবে বেধরক পিটায়। পরে পুলিশে সোর্পদ করে। সকালে মামলার আসামি করা হয় তাদের।


এ সময়, ওই মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। ডাকাতির ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিও জানানো হয়।


মানববন্ধনে এসব দাবি জানিয়ে বক্তব্য দেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী, সাজু মেম্বার, ফজল্লুর রহমান প্রমুখ।


বিবার্তা/তোফায়েল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com