শিরোনাম
'অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ'
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১২:২৩
'অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ'
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই আদর্শ নিয়েই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।


মঙ্গলবার সন্ধ্যায় পাবনা পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


স্বেচ্ছাসেবকলীগ নেতা বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে। আমরা সবাই যার যার ধর্ম পালন করব। ধর্ম যার যার কিন্তু উৎসব সকলের। সবার মাঝে ভালবাসার সুসম্পর্ক যেন সর্বদা অক্ষুণ্ন থাকে সেই শুভ কামনা নিয়েই শারদীও উৎসবে সবাইকে শারদীও শুভেচ্ছা জানাই।



পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক (অব.) এম এ কাদের, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রহমান ফান্টু মন্ডল, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহা আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সাহেব আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা এনামুল হক মেম্বার, সূর্য প্রমানিক, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক তুহিন হোসেন, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মকিম, মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির মালিথা, সলিমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মতিন হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন, মাজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেদওয়ান রাজু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথা, ছাত্রলীগ নেতা সজল বিশ্বাস, যুবলীগ নেতা নুরুল আহাদ তুষার, মতিউর রহমান পিন্টু, সলিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল আলম আসিব বিশ্বাস, ঈশ্বরদী পৌর ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।


বিবার্তা/শুভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com