শিরোনাম
হিরো আলমের ভোট বর্জন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৯
হিরো আলমের ভোট বর্জন
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম ভোট বর্জন করেছেন। রবিবার সকাল থেকেই তার নির্বাচনী এলাকা কাহালু ও নন্দীগ্রামের কেন্দ্রগুলোতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন এবং পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ক্ষিপ্ত হয়ে ভোট বর্জন করেছেন তিনি।


দুর্বৃত্তদের হামলার বিষয়ে হিরো আলম বলেন, আমাকে এত ভয়ের কী আছে। আমি তো কারও ক্ষতি করিনি। জনগণ যদি আমাকে পছন্দ না করে ভোট দেবে না। সন্ত্রাসীরা আক্রমণ করবে কেন?


ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তার ওপর হামলার অভিযোগ এনে তিনি বলেন, সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হঠাৎ করেই একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে এবং তাকে মারধর করে। এ জন্যই তিনি ভোট বর্জন করেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com