শিরোনাম
বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:০৯
বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার কাহালু উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আজিজুর রহমান নিহত হয়েছেন।


এ ঘটনায় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


উপজেলার পাইকড় ইউনিয়নের বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।


কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, পাইকড় ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডুয়েল ও একই ওয়ার্ডের যুব লীগের সহ-সভাপতি আজিজুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীরা বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান।


এ সময় তারা কেন্দ্র থেকে ধানের শীষে পক্ষে কাজ করা নেতাকর্মীদের বের করে দেন। এরপর বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে যান। পরে তারা সুসংগঠিত হয়ে পুনরায় কেন্দ্রে আসেন এবং বাইরে অবস্থান নেন। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার ওপর হামলা চালায়। এতে দু’জনই গুরুতর আহত হন।


পরে তাদের উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে যুবলীগ নেতা আজিজুর রহমানকে মৃত ঘোষণা করা হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com