শিরোনাম
বগুড়ার ৭টি আসনের ৪টি মহাজোট ও ৩টিতে ঐক্যফ্রন্ট
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬
বগুড়ার ৭টি আসনের ৪টি মহাজোট ও ৩টিতে ঐক্যফ্রন্ট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বগুড়া জেলার সাতটি আসনের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট চারটি ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট তিনটি আসনে বিজয়ী হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টায় রিটার্নিং অফিসার ফয়েজ আহম্মদ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।


বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের আবদুল মান্নান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৬৯০ ভোট।


বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল) এক লাখ ৭৮ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না (ধানের শীষ) পেয়েছেন ৬২ হাজার ৩৯৩ ভোট।


বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার (লাঙ্গল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৫৭ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম বিএনপির মাছুদা মোমিন (ধানের শীষ) পেয়েছেন ৫৮ হাজার ৬৪৪ ভোট।


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) এক লাখ ২৮ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাসদের (ইনু) একেএম রেজাউল করিম তানসেন (নৌকা) পেয়েছেন ৮৬ হাজার ৪৮ ভোট। এ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) হিরো আলম পেয়েছেন ৬৩৮ ভোট।


বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে তিন লাখ ৩২ হাজার ৮১৩ ভোট পেয়ে আওয়ামী লীগের হাবিবর রহমান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ) পেয়েছেন ৪৭ হাজার ৪০১ ভোট।


বগুড়া-৬ (সদর) আসনে দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ) বেসরকারিভাবে হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (লাঙ্গল) পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।


বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) রেজাউল করিম বাবলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ৩৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ডাব) ফেরদৌস আরা খান মিনু পেয়েছেন ৬৪ হাজার ২৯২ ভোট। এছাড়া মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মুহম্মাদ আলতাফ আলী (লাঙ্গল) পেয়েছেন ২৬ হাজার ৫৪ ভোট।


সূত্র: ইউএনবি


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com