শিরোনাম
'তুমি' প্রকল্পের আওতায় এলো সিংড়া পৌরসভা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০
'তুমি' প্রকল্পের আওতায় এলো সিংড়া পৌরসভা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্বের ১৩০টি দেশের মধ্যে ১০টি দেশের প্রকল্পের তৃতীয় স্থান অধিকারী হিসেবে জার্মানীর GIZ এর Transformative Urban Mobility Initiative (TUMI) Global Challenge প্রকল্পের আওতায় এসেছে সিংড়া পৌরসভা। সোমবার দুপুরে চুক্তি পত্র স্বাক্ষর করেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।


এ সময় প্রকল্পের উপদেষ্টা, অ্যাডমিন ও ফাইন্যান্স মনিরুজ্জামান সরদার, প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মাইকেল ব্যাডার, প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সাবাহ শামসী, সিংড়া পৌরসভার সচিব আ. মতিন, পৌর প্রকৌশলী নুরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বিনায়ক কুমার মানিকসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকল্পটিতে রয়েছে ১০টি অত্যাধুনিক ই-রিকশা, দুইটি ই-অ্যাম্বুলেন্স, একটি গ্যারেজ ও একটি কল সেন্টার। প্রকল্পটির মাধ্যমে সিংড়ার সকল পৌরবাসী জরুরি প্রয়োজনে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের সেবা পাবেন। এছাড়া ই-রিকশাগুলো ভাড়ায় চালিত থাকবে শহরের প্রতিটি ওয়ার্ডের রাস্তাগুলোতে।


বিবার্তা/রাজু/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com