শিরোনাম
স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৫
স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাট সদর উপজেলায় এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে মা-বাবার কাছ থেকে মুচলেকাও নিযেছেন তিনি।


স্থানীয়রা জানান, বড়ইতলা এলাকার আবু সাঈদের মেয়ে স্থানীয় বড়ইতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রেমি আক্তারের (১৪) সঙ্গে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার আব্দুল ছাত্তারের ছেলে রাজু আহম্মেদের বিয়ে ঠিক হয়। শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে পড়লে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা অবগত করে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে বর ও কনে পক্ষের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুচলেখা দেন।


উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায় জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।


বিবার্তা/শামীম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com