শিরোনাম
তানোর পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট
প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১৮:৩৫
তানোর পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোর পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন কর্মচারীরা। রবিবার পৌরসভা ভবনের মূল ফটকে তালা মেরে কর্মবিরতী করে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান নেন তারা।


তানোর পৌরসভা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, দীর্ঘ ছয় মাস ধরে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। আর কয়েক দিন পর ঈদ; অথচ এখনও আমাদের বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে আছি। মেয়র ও প্রকৌশলী সাহেব ইচ্ছে মতো অফিস করেন। তারা আমাদের বেতনের বিষয়ে কোনো গুরুত্ব দেন না।


যতদিন আমাদের বেতন ভাতা না হবে, ততদিন আমরা কর্মবিরতী রেখে ধর্মঘট চালিয়ে যাব বলেও জানান তিনি।



অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, অহেদুজ্জামান বাবু, আনারুল ইসলাম, কাজিম উদ্দীন, ওমর আলী, বিমল চন্দ্র প্রামানিক, নূরজাহান, মামুনুর অর রশীদ প্রমুখ।


এ নিয়ে তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।


বিবার্তা/অসীম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com