
শেরপুরে পণ্য পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ট্রাক, মিনি ট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নবীনগর এলাকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মো. নুরুল আমিন নুরু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ১৫ জুলাই জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি নং-ঢাকা-৩২৭৭) এর সাবেক সভাপতি আরিফ রেজার স্বাক্ষরে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই আহ্বায়ক কমিটির সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে এবং বিভিন্ন অফিসে কাগজ পাঠাতে কিছুটা বিলম্বিত হয়। এই সুযোগে সাবেক শ্রমিক নেতা ফারুক আহাম্মেদ কতিপয় নামধারী শ্রমিকদের নিয়ে শহরের গৌরীপুর এলাকায় ৩২৭৭ এর অস্থায়ী কার্যালয় দাবি করে সেখানে বসে ড্রাইভারদের আটকিয়ে রশিদের মাধ্যমে চাঁদা নিয়ে আসছে। একইসাথে ৩২৭৭ সংগঠনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তাই তাদের চাঁদাবাজি বন্ধে ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ ও গৌরীপুর অফিস বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি।
সংবাদ সম্মেলনে জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি নং-ঢাকা-৩২৭৭) এর আহ্বায়ক মো. আব্দুল আজিজ, শ্রমিক নেতা ফুল মামুন, হাসমত আলী, আমিনুল হক, শফিকুল ইসলাম, আসলাম মিয়া, আজগর আলী, সবুজ মিয়া, আবু হানিফসহ অন্যান্য শ্রমিকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]