বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের পত্রিকা অফিসে অগ্নিসংযোগ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭
বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের পত্রিকা অফিসে অগ্নিসংযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুরের সংবাদ বিশ্ব মিডিয়ায় প্রচারিত হয়েছে।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিবিসি, এনডিটিভি, রয়টার্স ও আনন্দ বাজারে প্রকাশিত হয় বাংলাদেশের প্রথম সারির বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগর খবর।


এ দিন রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এর পর থেকেই ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর পর রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের আগুন ধরিয়ে দয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সেনা মোতায়েন করা হয়।


এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোক বাতায় রাষ্ট্রপতি ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারা গভীর শোক প্রকাশ করেছেন।


ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।


তিনি আরও বলেন, কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আমাকে টেলিফোনে এই হৃদয়বিদারক সংবাদটি জানিয়েছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন— এই দোয়া করি। শরিফ ওসমান বিন হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।


প্রধান উপদেষ্টা বলেন, হাদির প্রয়ান দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়া হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


তার মৃত্যুর পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।


প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র।


জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com