
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কলেজ রোডে উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ১২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪৭ ময়মনসিংহ ৩ গৌরীপুর
আসনে একাধিক নেতার মধ্যে থেকে কেন্দ্রীয় বিএনপি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। মনোনয়ন প্রত্যাশী প্রায় সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন।
তিনি অভিযোগ করেন, দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নের বিরোধিতা করায় গৌরীপুরের বিএনপির শীর্ষ পদধারীসহ কয়েকজনকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিরা বা তাদের অনুসারীরা নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে সভা-সমাবেশ ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা করছেন। তাদের এ বিভ্রান্তিমূলক কার্যক্রমের মাধ্যমে ধানের শীষের প্রার্থীর ক্ষতি করার চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
বিএনপি নেতারা সাংবাদিকদের উদ্দেশে তিনটি বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান—
১. বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বহিষ্কৃতদের দলীয় স্লোগান ব্যবহার সংক্রান্ত তথ্য বর্জন।
২. উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বহিষ্কৃত বা তাদের অনুসারীদের কোনো সভা-সমাবেশের তথ্য বর্জন।
৩. ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বহিষ্কৃতদের অবস্থানের বিষয়ে সংবাদ প্রকাশের আগে উপজেলা/পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ।
তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এই আদর্শে বিশ্বাস রেখে আমরা তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছি।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাফেজ মো. আজিজুল হক, সদস্য সচিব, উপজেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলী আকবর আনিস, আহ্বায়ক, পৌর বিএনপি; ফারুক আহাম্মদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি; আনোয়ার হোসেন কামাল, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি; রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি; শোয়েব মুন্সী; উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর ছাত্রদল নেতা।
এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষে গৌরীপুর বিএনপির নেতারা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকায় থাকার আহ্বান জানান।
বিবার্তা/হুমায়ুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]