শিরোনাম
দেশ কোনো দলের নয়: শিরিন আক্তার
প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৭:৪৯
দেশ কোনো দলের নয়: শিরিন আক্তার
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আক্তার বলেছেন, দেশ কোনো দলের নয়, দেশ হলো জনগণের। আর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য জাসদ সবসময় সোচ্চার থাকবে।


শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে বৃহত্তর যশোর জেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিরিন আক্তার বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে। ধানের দাম না থাকায় কৃষক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানাচ্ছি। জাসদ সুশাসন ও দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ করবে না। শোষণ মুক্তি ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে জাসদের সংগ্রাম এগিয়ে নিতে হবে।


জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন ও সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু।


বক্তব্য রাখেন জাসদ নেতা মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, অ্যাড. আব্দুস সালাম, শেখ গোলাম মর্তুজা, কামরুজ্জামান চপল, চন্দন চক্রবর্তী প্রমুখ।


বিবার্তা/তুহিন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com