শিরোনাম
নড়াইলের বৃক্ষ প্রেমিক ইরোজ মাস্টার
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৮
নড়াইলের বৃক্ষ প্রেমিক ইরোজ মাস্টার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের মাস্টার আল মাহামুদ ইরোজ নিজ উদ্যোগে ১৯৮৪ সাল থেকে তালগাছ রোপণ করে যাচ্ছেন।


নিজ গ্রাম ও পার্শ্ববর্তী লোহাগড়া, কামঠানা, চাচইধানাইড় ও কালনায় ২০ হাজার তালগাছ রোপণ পরিচর্যা করে যাচ্ছেন। তিনি লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন। যা তিনি উপার্জন করেছেন তার কিছু টাকা বৃক্ষ রোপণের কাজে ব্যয় করেন।


তালগাছ ছাড়াও তিনি খেজুর, আম, জাম, কাঠাল, নিম, মেহগুনী ও বটবৃক্ষ রোপণ করেন। তিনি ঈদগাহ, বড় বড় রাস্তার পার্শ্বে ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব গাছ রোপণ করেন।


ইরোজ মাস্টার বলেন, আমি শিক্ষকতা থেকে অবসর নিয়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন বৃক্ষ রোপণ করে যাবো।


তিনি বলেন, বৃক্ষ মায়ের আচলের ছায়ার মতো। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, গাছ পরিবেশ রক্ষা করে এবং বন্যা, ঝড় পরিবেশ রক্ষা করে। বন্যা ঝড় তুফানের হাত থেকে বাঁচায় এ প্রেরণায় গাছ লাগিয়ে যাচ্ছি।


বিবার্তা/মিলু/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com