
‘এসো মিলি প্রাণের টানে, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে বের করা হয় অনন্দ শোভাযাত্রা। শুক্রবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী কাজী রওশন আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ার্দার, পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী ও অদিতি রহমান তৃষ্ণা।
পুনর্মিলনীতে ২ হাজারের বেশি বর্তমান ও প্রাক্তন ছাত্রী অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি অনুষ্ঠান সূচির মধ্যে ছিল স্মৃতিচারণ মূলক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিবার্তা/শ্রাবন/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]