শিরোনাম
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৩২
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা-মহাজন সড়কের দিঘলিয়া খালচর এলাকায় যাত্রীবাহী মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নয়ন শেখ (১০) নামে এক শিশু নিহত ও অপর দুজন আহত হয়েছেন। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।


আহতরা হচ্ছে কুমড়ি গ্রামের মোঃ ওয়াদুদ শেখের ছেলে সাদিয়ার শেখ (১২), একই গ্রামের মোঃ মকলেছ শেখের ছেলে মোঃ মিরাজুল শেখ (১৫)।


প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপাশা স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী মোটরসাইকেল মহাজন যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে দিঘলিয়া খালচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে কুমড়ি গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে নয়ন শেখ (১০) নিহত হয়।


লোহাগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাইমা জানান, হাসপাতালে আনার আগেই নয়নের মৃত্যু হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/জহুরুল হক মিলু /জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com