শিরোনাম
নুসরাত হত্যা: বিচার দাবিতে যশোরে অবস্থান
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৮:১৮
নুসরাত হত্যা: বিচার দাবিতে যশোরে অবস্থান
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নার্রী নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও নুসরাত জাহান রাফির হত্যার দ্রুত বিচারের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করেছে জেলা মহিলা পরিষদ।


বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।


বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি আফরোজা শিরিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি শামসুজ্জামান ও যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সহসভাপতি প্রণব দাস, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, যশোর জেলা কমিটির সহসভাপতি আফরোজা বেগম, সহ সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি। সঞ্চালনা করেন মহিলা লিগাল এইড সম্পাদক কামরুন নাহার কণা।


বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, খুন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি নুসরাত জাহান রাফির উপর যৌন নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যাকরাসহ দেশব্যাপী নারী-শিশুদের ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্য ক্রমাগত বেড়েই চলেছে। বিচারহীনতার অপসংস্কৃতিতে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।


বিবার্তা/তুহিন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com