শিরোনাম
কুষ্টিয়ার মিরপুরে এনএসআই’র ভুয়া এডি আটক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ২০:৩৭
কুষ্টিয়ার মিরপুরে এনএসআই’র ভুয়া এডি আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে সুমন আহম্মেদ (৩৫) নামে এক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া এডিকে আটক করেছে পুলিশ।


রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা অফিস থেকে তাকে আটক করা হয়। সুমন নাটোরের বাড়াদীপাড়া উপজেলার রহিমানপুর এলাকার লিয়াকত আলীর ছেলে।



মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নজরুল করীম জানান, সুমন এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে কল করে আমাকে আমার কার্যালয়ে ডেকে নেন। পরে আমার কাছে মুক্তিযোদ্ধাদের তথ্যসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখতে চান। এসময় তাকে সন্দেহ হলে কুষ্টিয়া এনএসআই অফিসে ফোন করে জানতে পারি সুমন ভুয়া পরিচয়কারী। পরবর্তীতে কৌশলে বিষয়টি মিরপুর থানায় জানালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এসময় তার কাছ থেকে ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন দফতরের সিল দেখা যায়।


মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, আটক সুমনের কাছ থেকে এনএসআই’র নকল পরিচয়পত্র, খেলনা পিস্তল, ৫০ হাজার টাকা এবং বিভিন্ন সরকারি দফতরের সিল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।


বিবাতা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com