শিরোনাম
কুষ্টিয়ায় অপহরণ মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড
প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৪:০৭
কুষ্টিয়ায় অপহরণ মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় রাকিবুল সরদার ওরফে রাকিব নামে একজনের ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। দৌলতপুর উপজেলার দৌলতখালী সরদার পাড়ার বাসিন্দা খালেক সরদারের ছেলে আসামি রাকিব।


আদালত সূত্রে জানা গেছে, রাকিব প্রায় একই গ্রামের মজনুর রহমানের স্কুলপড়ুয়া বোন পিংকিকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম নিবেদন করতো। রাজি না হলে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে রাকিব ও তার সহযোগিরা পিংকিকে অপহরণ করে নিয়ে যায়।


এ ঘটনায় পিংকির ভাই মজনুর রহমান দৌলতপুর থানায় অপহরণ মামলা করেন।


জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলিরা (পিপি) অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামির বিরুদ্ধে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেয়া হয়।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com