শিরোনাম
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৪:৩৭
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।


শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।


বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, এলজিইডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুণ্ডু, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক ড. দিলারা বেগম, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, অনিমা রানী মণ্ডল, জেলা পরিষদের সদস্য শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা রুবি, সুশীলন এনজিও’র জি.এম মনিুরুজ্জামান, সাতক্ষীরা টিআইবির এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ প্রমুখ।


বিবার্তা/সেলিম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com