মোংলায় গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৫:২৯
মোংলায় গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মোংলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


২৪ আগস্ট, শনিবার সুশাসনের জন্য নাগরিক সুজন’র দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিঠাখালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের তালিকা করে সংশ্লিষ্ট পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতন বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন, সুজন মোংলা শাখার সভাপতি মো. নাজমুল হক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ।


মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন নেতা মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, খুলনা সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র রাহাতুজ্জামান পাবক, মোংলা সরকারি কলেজের ছাত্র তানভীর হাসান প্রমুখ।


প্রধান অতিথির বক্তৃতায় সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ বলেন, শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবি জানাই। সৎ-যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তরুণ নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।


সভাপতির বক্তব্যে সুজন নেতা নাজমুল হক বলেন বৈচিত্র্যময় বাংলাদেশে ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। একটি শোষণহীন মানবিক রাষ্ট্র চাই। অবিলম্বে ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করতে হবে।


বিবার্তা/জাহিদ রানা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com