পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৮:২৬
পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিলখানা বিডিআর সদস্যদের চাকরিতে পুর্নবহাল, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃতদন্তের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য।


১৪ আগস্ট, বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পায়র চত্বরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।


মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার পরিজন ও সন্তানরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করেন।


মিছিল শেষে শহরের পায়রা চত্বরে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য এবিএম কামরুজ্জামান, হাবিলদার মনিরুজ্জামান, মেডিকেল অ্যাসিসটেন্ট মুরাদ আলী, ল্যান্স নায়েক আব্দুল কাদের ও সিপাহি আশরাফুল ইসলাম।


সাবেক বিডিআর সদস্যরা অভিযোগ করেন, ২০০৯ সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত দেশপ্রেমিক সেনা অফিসার ও সাধারণ জওয়ানদের হত্যা করে। হত্যার পর সাধারণ বিডিআর সদস্যদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের চাকরিচ্যুতসহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করা হয়। এতে অনেক বিডিআর সদস্য নিহত হন।


মানববন্ধন কর্মসূচিতে সাবেক বিডিআর সদস্য এবিএম কামরুজ্জামান অভিযোগ করেন, ১৫ বছর ধরে বিডিআর সদস্যরা চাকরিতে না থাকলেও তারা কোন রাষ্ট্র বিরোধী উগ্র সংগঠনের সঙ্গে জড়িত হননি। মিথ্যা ও অসাড় তদন্তের মাধ্যমে তাদের চাকরিচ্যুত করে নাটক সাজানো হয়েছে। তিনি ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্তসহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল দাবি জানান।


বিবার্তা/রায়হান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com