
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মটরসাইকেল চালক শিবু সরকার (৪০) নিহত হয়েছেন। এসময় আরোহী স্বপন বিশ্বাস নামে সাবেক এক ইউ.পি মেম্বার আহত হন। নিহতের বাড়ি সদর উপজেলার বোড়াশী গ্রামে। তার পিতার নাম অভিমান্য সরকার।
১০ অক্টোবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) এ.কে.এম হাসানুজ্জামান জানান, মটরসাইকেল চালক শিবু সরকার বোড়াশী ইউনিয়নের সাবেক ইউ.পি সদস্য স্বপন বিশ্বাসকে সাথে নিয়ে বোড়াশী থেকে পার্শ্ববর্তী বেদগ্রামে যাচ্ছিলেন। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে মটরসাইকেলটিকে পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মটরসাইকেল চালক ও আরোহী মারাত্মক আহত হন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিবু সরকারকে মৃত ঘোষণা করেন। আহত স্বপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিবার্তা/সঞ্জয়/এনএইচ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]