দালালের দৌরাত্ম্য রোধে শরীয়তপুর সদর হাসপাতালে পুলিশে অভিযান
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৬:০৫
দালালের দৌরাত্ম্য রোধে শরীয়তপুর সদর হাসপাতালে পুলিশে অভিযান
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুর সদর হাসপাতালে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা ও পালং থানা পুলিশ।


মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু বক্কর এবং পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এ অভিযান পরিচালনা করা হয়।


জানা গেছে, দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বাড়ছে। অভিযোগ রয়েছে হাসপাতালে কতিপয় চিকিৎসক ও তাদের অসাধু সহকারীদের দ্বারা পরিচালিত হচ্ছে এসকল সিন্ডিকেট। আর তাদের পছন্দসই ক্লিনিক থেকে পরীক্ষা না করালে সরকারি হাসপাতালে চিকিৎসা দেন না এসকল চিকিৎসক। ফলে তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশনায় অভিযান চালায় পুলিশ।


অভিযানকালে হাসপাতালের চত্বর, বহির্বিভাগ ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করা সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে দালালচক্রের তৎপরতা ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে রোগী ও স্বজনদের নির্ভয়ে চিকিৎসাসেবা নিতে উৎসাহিত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি দালাল চক্রের সদস্যরা বিভিন্ন সময় হাসপাতালে আসা রোগীদের হয়রানি করে থাকে। তারা প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এতে করে সাধারণ রোগীরা প্রতারিত হচ্ছে। দালাল নির্মূলে আজ আমরা অভিযান চালিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত রাখা হবে।


বিবার্তা/রোমান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com