
রাজবাড়ীর কালুখালী রতনদিয়া বাজারে হার্ডওয়্যার ও বাধাই মালের গোডাউন সহ তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
মঙ্গলবার (১৩ মে) আনুমানিক সকাল ৬ টার দিকে কালুখালী থানা সংলগ্ন রতনদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, রতনদিয়া বাজারের ঢাকা হার্ডওয়্যার, বিশ্বাস এন্টার প্রাইজ (হার্ডওয়্যারের দোকান) ও আবুল কাশেম মণ্ডলের বাধাই মালের গোডাউন। তবে বেশি ক্ষতি হয়েছে বিশ্বাস এন্টার প্রাইজের।
ঢাকা হার্ডওয়্যারের মালিক সোহেল সরদারের দাবি অগ্নিকাণ্ডে তার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে, বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক বশির উদ্দিন বিশ্বাসের দাবি তার ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা ও আবুল কাশেম মণ্ডলের দাবি তার প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় হোটেল ব্যবসায়ী সোমর সাহা বলেন, সকালে আমি হোটেলে আসার পর আনুমানিক সকাল ৬ টার দিকে বিশ্বাস এন্টার প্রাইজ ও ঢাকা হার্ডওয়্যার এর উপরে ধোঁয়া ও আগুন দেখতে পাই। পরে আমার ডাকাডাকি ও চিৎকার চেঁচামেচিতে আশে পাশের লোকজন এগিয়ে আসে। এরপর কালুখালী ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, আমরা সকাল ৬টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই এবং ৭ টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]