সিংগাইর ধল্লা পুলিশ ক্যাম্পে লুটপাট ও অগ্নিসংযোগ, ৪০০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১৯:০১
সিংগাইর ধল্লা পুলিশ ক্যাম্পে লুটপাট ও অগ্নিসংযোগ, ৪০০ জনের বিরুদ্ধে মামলা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা পুলিশ ক্যাম্পে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা
৩০০-৪০০ জনকে।


২৬ আগস্ট, সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম।


এর আগে গত রবিবার (২৫ আগস্ট) রাতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপন দেবনাথ বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশের অন্যান্য স্থানের মত বিকেল ৪ টা থেকে ৫ টার মধ্যে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জন দুষ্কৃতকারী মিছিল নিয়ে ধল্লা পুলিশ ক্যাম্পে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করলে ব্যাপক ক্ষতি সাধিত হয় । এতে সাড়ে ৪ লাখ টাকা সরকারি মালামাল লুট হয়।


এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি শুরু হয়। এ আন্দোলন ছাত্র-জনতার আন্দোলনে রূপ নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্যাম্পের অফিসার, ফোর্স ও সরকারি অস্ত্র-গুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানায় সংযুক্ত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।


মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মো. আ. মুত্তালিব বলেন, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তদন্ত অব্যাহত আছে। সেই সাথে আসামিদের শনাক্ত করার জোর চেষ্টা চলছে।


বিবার্তা/হাবিবুর/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com