
রাজধানীর গাবতলী হাটে ইজারা দেয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত ভুল ও দুর্নীতির বিষয়ে বিশদ অনুসন্ধানের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
রবিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে গাবতলী হাটের ইজারা দেয়া ও দরপত্র বাতিলের প্রক্রিয়া সঠিক নয় বলে সংবাদ প্রকাশিত হওয়ায় এ বিষয়ে অনুসন্ধানের জন্য ডিএনসিসি থেকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
উল্লখ্যে, গত ৩০ এপ্রিল এ বিষয়ে তদন্ত করতে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিএনসিসি প্রশাসক তাদের সর্বোচ্চ সহায়তার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]