আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৫:০২
আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট না বসাতে এবং এ সংক্রান্ত কোনো টেন্ডার না দেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে জহুরুল ইসলাম সিটি সোসাইটি।


সোমবার (২১ এপ্রিল) সোসাইটির নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।


তারা জানান, সম্প্রতি সোসাইটির পক্ষ থেকে ডিএসসিসির প্রশাসক বরাবর একটি চিঠি দেওয়া হয়, যা গতকাল (২০ এপ্রিল) করপোরেশনের সম্পত্তি বিভাগ গ্রহণ করে।


চিঠির শুরুতেই বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ আফতাবনগর এলাকায় পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ (স্টে অর্ডার) জারি করেছিল। চিঠির সঙ্গে আদালতের রায়ের কপিও সংযুক্ত করা হয়।


চিঠিতে বলা হয়, বাড্ডা থানাধীন আফতাবনগর একটি বৃহৎ আবাসিক এলাকা, যেখানে প্রায় তিন লক্ষ মানুষ বসবাস করেন। এখানে বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আইনজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, হোস্টেল, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।


চিঠিতে আরও বলা হয়, অতীতে হাট বসানোর কারণে এলাকাবাসীকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। অপরিকল্পিতভাবে পানি লাইন স্থাপন ও পরবর্তী সময়ে তা ঠিকভাবে মেরামত না করায় অনেককে নোংরা পানি ব্যবহার করতে হয়েছে। রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় মৃতদেহ দাফনে বিলম্ব ঘটে। হাট শেষে মাসের পর মাস ময়লা-আবর্জনা না সরানোয় দূষণ ও মশার উপদ্রব বেড়ে যায়। এছাড়া রামপুরা ব্রিজ ও প্রধান সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, এসব দুর্ভোগের প্রেক্ষিতে এলাকাবাসী ঈদুল আজহা-২০২৪ এর আগে উচ্চ আদালতে রিট দায়ের করে এবং আদালত আফতাবনগরে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও ওই আদেশ বহাল থাকে এবং ২০২৪ সালের কোরবানির ঈদে দুই সিটি করপোরেশনই হাটের টেন্ডার বাতিল করে।


চিঠিতে, আদালতের আদেশ ও পূর্বের অভিজ্ঞতা বিবেচনায়, আসন্ন কোরবানির ঈদ ২০২৫ উপলক্ষ্যে আফতাবনগর এলাকায় কোনো পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার জন্য আবেদন জানানো হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com