
রাজধানীর মুগদার গ্রীন মডেল টাউনের লেক থেকে অজ্ঞাতনামা (১৪) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে মুগদা থানা পুলিশ।
বুধবার( ২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার এসআই বোরহানউদ্দিন ভুইয়া জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল মুগদার গ্রীন মডেল টাউনের লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মৃত কিশোরকে ৩-৪ দিন আগে হত্যা করে লেকের পাশে ফেলে রেখে যায় হত্যাকারীরা। (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিশোরের পরিচয় জানা যেতে পারে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]