কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতীর ঢামেকে মৃত্যু
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৪
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতীর ঢামেকে মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ ধলু বেপারী ওরফে ধলা ব্যাপারী (৬২ বছর) বয়সী অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু হয়েছে।


২৩ নভেম্বর, শনিবার দুপুর দুইটার দিকে কেন্দ্রীয় কারাগারে হাজতী অসুস্থ হয়ে পড়ে।


এসময় কারারক্ষীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই হাজতীকে বেলা সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোহাম্মদ এরশাদ জানান, আজ দুপুরের দিকে হাজতী ধলু ব্যাপারী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক হাজতীকে মৃত বলে জানান।


তিনি আরও বলেন, মৃত হাজতী নং ৫০৭/ ২৪। নারী ও শিশু নির্যাতন দমন আইনে কারাবন্দী হিসেবে হাজতী ছিলেন তিনি। তার পিতা ইলু ব‍্যাপারী বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খাদড়া গ্রাম। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ এক হাজতীকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সুরতহাল তৈরি করার পর ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/বুলবুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com