
রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় (ডেন্ডি) নেশা করার সময় দগ্ধ হয়ে আরিফ হোসেন (৪০ বছর) বয়সী এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।
দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার ছেলে অনিক হাসান জানান, আমার বাবা কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় কাজ করতেন। সন্ধ্যার দিকে রনি মার্কেটের দুই নম্বর গলিতে জুতার কারখানায় বসে জুতার সলিউশন (গাম) পলিথিনে ভর্তি করে নেশা করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে আমার বাবার দুই হাত মুখমণ্ডল পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর। সবশেষ কামরাঙ্গীরচরের রনি মার্কেটের ৫ নং গলিতে একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। তার পিতার নাম মৃত ফারুক ভূঁইয়া।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]