
প্রেম করে বিয়ের ১৫ দিনের মাথায় বাবার সঙ্গে অভিমান করে অর্ণব দাস (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গেন্ডারিয়ার নারিন্দা ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সুশান্ত দাস বলেন, আমি স্বামীবাগের লোকনাথ মন্দিরে সিকিউরিটি গার্ডের চাকরি করি। আমার ছেলে ১৫ দিন আগে তার পছন্দের মেয়েকে বিয়ে করে। সে সারাদিন বসে থাকে। তাকে কাজকর্ম করতে বলায় আমার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]