
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে সহপাঠীদের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন রাহাত (১৮) বছর বয়সী এক শিক্ষার্থী খুন হয়েছেন।
১৮ নভেম্বর, সোমবার বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় রাহাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা শেষে রাতে আহত শিক্ষার্থীকে বাসায় নিয়ে যান স্বজনেরা। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় কাকরাইল অরোরা স্পেশালিস্ট হাসপাতালে। সেখানে নেওয়ার পর দিনগত রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, গতকাল সোমবার দুপুর ১:৩০ থেকে বিকেল চারটা মধ্যে সহপাঠীদের সাথে তর্ক-বিতর্কের জেরে এক পর্যায়ে ওকে মারপিট করে পরে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। তারা সংখ্যায় ছিল ৮ থেকে ১০ জন। পরে স্বজনরা শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে কাকরাইল স্পেশালিস্ট হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে জানান। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীরা হলেন- দুই সহোদর হোসেন, হাসান ও তন্ময়।
মৃত শিক্ষার্থী ইসমাইলের মামা মোহাম্মদ মাইনুদ্দিন জানান, আমার ভাগিনা রাজারবাগ থেকে এসএসসি পাশ করে ফরিদপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পরছে। তাদের বাড়ি ফরিদপুর জেলা সদর কোতোয়ালি ঘাট পাড়া গ্রাম। তার পিতা মোহাম্মদ বেলায়েত হোসেন পেশায় তিনি গাড়িচালক এক ভাই এক বোন সে ছিল বড়।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]