
রাজধানী উত্তরায় ছেলের ছুরিকাঘাতে দিনু বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
রবিবার(১০ নভেম্বর) ভোর পাঁচটার দিকে বাউনিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার স্বামী নুরুল আমিন জানান, আমার ছেলে জিহাদ কোনো কাজ করতেন না। তার মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা নিতো। আজ ভোরের দিকে তার মায়ের কাছে টাকা চায়, এতে তার মা রাজি না হওয়ায় জিহাদ ক্ষিপ্ত হয়ে তার মাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দিনুকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, আমাদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার বাংলা গ্রাম, তার পিতা আজিজুর রহমান। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় সপরিবারে একটি ভাড়া বাসায় থাকি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]