
রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে মোহাম্মদ মাহবুব আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কোকোকোলা ভেবারেজ কোম্পানির ডিলার ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সোয়া ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল কদমতলী থানার পাটেরবাগ আহলে হাদিস মসজিদের পাশে জমিদার বাড়ির গলির সামনে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। সেখানে এক থেকে দেড়শ লোক ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে। পরে এলাকার লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, এটি একটি হত্যা কান্ড। স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এই হত্যাকাণ্ডের বিষয়ে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা খুব শিগগিরই হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হব। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই রফিকুল আলম জানান, আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। এখানে এসে আমার ভাইয়ের মৃতদেহ দেখতে পাই। যতোটুকু শুনেছি, আমার ভাই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার পথে ধনিয়া পাটেরবাগ জমিদার গলির সামনে কে বা কারা ভাই কে কুপিয়েছে।
তিনি কোকাকোলা ভেবারেজ কোম্পানির ডিলারশিপ ছিলেন। বর্তমানে কদমতলীর দক্ষিণ ধনিয়া তার নিজবাসা। তার বাবার নাম মৃত আবুল হাসেম সোলাইমান। দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]