ঢাকা এক্সপ্রেসওয়ের মালামাল চুরি, গ্রেফতার ২
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১৪:২৭
ঢাকা এক্সপ্রেসওয়ের মালামাল চুরি, গ্রেফতার ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রীতিমতো ট্রাক ভাড়া করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।


শুক্রবার (২৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহসীন।


গ্রেফতারকৃত দুজন হলো মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯)।


পুলিশ জানায়, গতকাল তেজগাঁও থানার বাউলবাগ এ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও পুলিশ বলেন, রীতিমতো গ্রেফতার সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করার প্রস্তুতি নিচ্ছিলেন।


গ্রেফতার সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। বৃহস্পতিবার (২৭ জুন) এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।


সাদ্দাম জানান, চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন। গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি মামলা রয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com