
রাজধানীর চানখারপুলে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১০ জুন) দিনগত রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে রাত একটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে( ঢামেক ) হাসপাতালে নিয়ে আসা বংশাল থানার উপ পরিদর্শক( এসআই) মো. শামসুল জানান। চানখারপুল মোরে ডিউটি চলাকালীন খবর পেয়ে ঘটনাস্থল হানিফ ফ্লাইওভারের উপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত জানান।
তিনি আরও বলেন, আমরা ফ্লাইওভার দিয়ে চলাচল কারি লোকদের সাথে কথা বলে জানতে পারি এই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পিকআপ ভ্যান জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি তবে জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]