
রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ মো. মাসুম মিয়া (২৫) নামে আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে ৬ ডিসেম্বর রাত আটটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, মহাখালীর আগুনের ঘটনায় মো. মাসুম মিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা গেছেন। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল, শ্বাসনালী দগ্ধ ছিল। এ ঘটনায় চারজনের মৃত্যু হরো।
দগ্ধ অন্যদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), দুজনকে এইচডিইউতে রাখা হয়েছে। অন্য একজনকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়ে।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]