গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন, আহত ৪
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:১২
গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন, আহত ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বনশ্রীতে নির্যাতনে গৃহকর্মী হত্যার অভিযোগে উত্তপ্ত এলাকাবাসী বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন। এ সময় স্থানীয়দের হামলায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হন।


রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৪ নম্বর রোডের ৩২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।


রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সকালে ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর খবরে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করলে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে বাধা দেন।


তিনি আরও বলেন, ‘পরে ঘটনাস্থলে আমি উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের চেষ্টার করি। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে উচ্ছৃঙ্খলতা শুরু করে। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমিসহ চার পুলিশ সদস্য আহত হন। এরপর সহকর্মীরা আমাকে আহতাবস্থায় নিয়ে আসেন। পরে শুনেছি ওই ভবনে আগুন দেয়া হয়েছে। দুটি গাড়িতেও আগুন দেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বর্তমানে গোয়েন্দা পুলিশসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শনে রয়েছেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com