হাতিরপুলে নির্বাচনি প্রচারণা মিছিলে কর্মী-সমর্থকদের মারামারি, আহত ১০
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:২৪
হাতিরপুলে নির্বাচনি প্রচারণা মিছিলে কর্মী-সমর্থকদের মারামারি, আহত ১০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হাতিরপুল সেন্ট্রাল রোডে নির্বাচনের প্রচারণার মিছিলে মারামারিতে ১০ জন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে।


৩০ ডিসেম্বর, শনিবার দুপুর ২ টার দিকে এ মারামারির ঘটনা ঘটে। পরে আহত ১০ জনককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।


আহতরা হলেন, অতীন্দ্র (২০), মো. শিশির (২৫), জনি (৩০), মোহাম্মদ রাসেল (২২), মোহাম্মদ মাহি (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ আরিফ (১৮ ), মো. সোহেল (২৫), মো. জলিল (৩০), মো. উজ্জল (৩২)।


আহতদেরকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ঢাকা মহানগরের ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা জানান, দুপুরে তারা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনি প্রচারণায় যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাবে। নির্বাচনি প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে নেতাকর্মী আহত হন।


ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, হাতিরপুলে নির্বাচনি প্রচরণা চলাকালে মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা কে কার আগে সামনে অংশগ্রহণ করবে এ নিয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে মারামারিতে আহত হয় ১০ জন। তবে তারা সামান্য আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বিষয়টি নিউমার্কেট থানাকে জানানো হয়েছে।


বিবার্তা/বুলবুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com