শিরোনাম
আগারগাঁওয়ে তারপিনের ড্রাম কাটাতে গিয়ে আগুনে দগ্ধ ৪
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৩:২৪
আগারগাঁওয়ে তারপিনের ড্রাম কাটাতে গিয়ে আগুনে দগ্ধ ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় তারপিনের ড্রাম কাটার সময় আগুনে চারজন শ্রমিক দগ্ধ হয়ছে। দগ্ধরা হলেন রফিকুল ইসলাম (১৮), মোজাফফর (২৬), রবিন (১৯), ও সরলাল দাস (৪৫)।


২৭ নভেম্বর, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে সকাল সাড়ে দশটায় শেখ হাসিনার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধদের উদ্ধার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট নিয়ে আসা তাদের সহকর্মী শফিকুল ইসলাম জানান, আজ সকালের দিকে আগারগাঁও তালতলায় একটি নির্মাণাধীন ভবনে গ্রেন্ডিং মেশিন দিয়ে ড্রাম কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়, এতে আমাদের চারজন সহকর্মী দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আগারগাঁও থেকে ৪ জন শ্রমিক দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটের অবজারভেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনজন সামান্য দগ্ধ, একজনের দুই হাত পা দগ্ধ হয়েছে।


বিবার্তা/বুলবুল/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com